এনবিএন ডেক্স: সকল জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে মহাদেবপুরের এক হতদরিদ্র কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন কৃষক পুত্র রোস্তম আলী। রোস্তম আলী জানান, জমিজমা সংক্রান- বিরোধে জের উপজেলার এনায়েতপুর ইউপির কেশরগাড়া গ্রামের মৃত জছির পুত্র আজিজার(৪৯), আয়েজ(৫৫), মজিদ(৫২), খোকার পুত্র আলতাফ(৩৮), আত্তাব(৪৩),মোহাতাব(৩১), মজিদের পুত্র জুইস(২৫), হাজি আব্বাস এর পুত্র ছালাম(৫০) দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি-সোডা নিয়ে গত শুক্রবার আমার বাবা মোসলিম উদ্দীনকে মারপিট করলে প্রথমে মহাদেবপুর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত হয়। এব্যাপারে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম ঘটনাস’ল পরিদর্শন করেন এবং আসামীদের গ্রেফতারের জন্য মামলার তদন- কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।#
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী
এন বিএন ডেক্সঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …