এনবিএন ডেক্স: সকল জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে মহাদেবপুরের এক হতদরিদ্র কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন কৃষক পুত্র রোস্তম আলী। রোস্তম আলী জানান, জমিজমা সংক্রান- বিরোধে জের উপজেলার এনায়েতপুর ইউপির কেশরগাড়া গ্রামের মৃত জছির পুত্র আজিজার(৪৯), আয়েজ(৫৫), মজিদ(৫২), খোকার পুত্র আলতাফ(৩৮), আত্তাব(৪৩),মোহাতাব(৩১), মজিদের পুত্র জুইস(২৫), হাজি আব্বাস এর পুত্র ছালাম(৫০) দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠি-সোডা নিয়ে গত শুক্রবার আমার বাবা মোসলিম উদ্দীনকে মারপিট করলে প্রথমে মহাদেবপুর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তার মৃত হয়। এব্যাপারে মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম ঘটনাস’ল পরিদর্শন করেন এবং আসামীদের গ্রেফতারের জন্য মামলার তদন- কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।#
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …