সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে আবারো অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে। এবার শুরুতেই উপজেলার পোরজনা ইউনিয়নের কাঁকুড়িয়া গ্রামে হামিদ মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও তার ছেলে রানা (১০) আক্রান- হয়েছেন। জেলা সেনিটারী ইন্সপেক্টার রামচন্দ্র সাহা মিলন বিষয়টি নিশ্চিত করে জানান,উপজেলা স্বাস্থায বিভাগের কর্মীরা গতকাল সোমবার সকালে আক্রান-দেরকে সনাক্ত করেছেন। গত ২৮ আগষ্ট একই গ্রামের ফজিলাতুন্নেছা বেগমের অসুস্থায় একটি ছাগলের মাংস খেয়ে তারা আক্রান- হন বলে তিনি জানান। এর আগে চলতি বছরের মে ও জুন মাসে শাহজাদপুরে ৫১ জন অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া যায় বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। এদিকে, সিভিল সার্জন ডাঃ নাজিমুদ্দিন খান এই প্রতিবেদককে জানান, শাহজাদপুর উপজেলা স্বাস্থায বিভাগের চিকিৎসক ও কর্মীরা তাৎক্ষনিকভাবে অ্যানথ্রাক্স আক্রান- ওই দু’জন রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছেন। অ্যানথ্রাক্স বিষয়ে গনসচেতনতা সৃষ্টিতে সভা-সমাবেশ করে ওই গ্রামের গো-খামারী ও গ্রামবাসিদের মধ্যে লিফলেট বিতরন করা হচ্ছে। এছাড়া, ঢাকার রোগত্বত্ত গবেষনা কেন্দ্রসহ স্বাস্থায মহাপরিচালক দফতরে অ্যানথ্রাক্স রোগের সন্ধান প্রাপ্তির বিষয়ে সংবাদ পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …