19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / শহীদদের স্মরণে নওগাঁয় স্মৃতিস্তম্ভ বিজয়

শহীদদের স্মরণে নওগাঁয় স্মৃতিস্তম্ভ বিজয়

এনবিএন ডেক্স: রাজশাহী থেকে বগুড়া, নওগাঁ কিংম্বা বগুড়া থেকে নওগাঁ বাইপাস হয়ে রাজশাহী, অথবা নওগাঁ জেলার পশ্চিমের ৭ টি উপজেলা থেকে জেলা শহরে আসতে শহরের প্রবেশ মুখেই এখন চোখে পরবে ৭১ ফুটের একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। যার নাম বিজয়।
বিজয়ের রয়েছে ৭ টি ফলক। যার প্রতিটিতে স্থাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন, জাতীয় ৪ শহীদ বুদ্ধিজীবি ও ৭ জন শহীদ ভাষা সৈনিকসহ মুক্তি যুদ্ধ চলাকালীন সময়ের কয়েকটি স্থির চিত্র। আর এটিকে আরও আকর্ষনীয় করতে স্তম্ভের আশে পাশে বসানো হয়েছে সৌন্দর্য বর্ধন সামগ্রী। বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে শিশু পার্ক।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে নির্মান কাজ শেষে গত শুক্রবার বিকেলে এটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো। স্বাধীনতার ৩০ বছর পর স্তম্ভটির নির্মান কাজ শুরু হলেও গত ৮ বছর সেই কাজ পড়েছিল মুখ থুবড়ে। শেষ পর্যন- এর উদ্বোধন হওয়ায় খুশি হয়েছে এলাকার মানুষ।
বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নওগাঁ সদর আসনের এমপি মোঃ আব্দুল জলিল। এ শ্রম ও কল্যান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ ৬ আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ ৪ আসনের এমপি ইমাজ উদ্দীন প্রামানিক, নওগাঁ ২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার, জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, পুলিশ সুপার বেলালুর রহমানসহ শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৯- ২০০০ অর্থ বছর আওয়ামীলীগ সরকারের সময় নওগাঁ শহরের বাইপাস মোড় মশরপুর নামক স’নে ৭১ ফুট উচ্চতার এই স্মৃতি স্তম্ভের কাজ শুরু করা হয়। প্রথম দিকে জমি অধিগ্রহন, মাটি ভরাট ও স-ম্ভের মূল স্থাপনার কাজ সম্পন্ন হয়।
২০০২ সালের ৭ নভেম্বর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও পরবর্তীতে জামাত বিএনপি জোট সরকারে সময় ও তত্বাবধায়ক সরকারের ২ বছর এর নির্মান কাজ ছিল একবারেই বন্ধ। ফলে এলাকার মানুষ বিজয়ের নির্মান কাজ নিয়ে সংশয় প্রকাশ করে।
নির্মান কাজ শুরু হয়ে মাঝখানে ৮ বছর বন্ধ থাকার পর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ২০১০ সালের শেষের দিকে চতুর্থ বারের মতো আবারও বিজয়ের নির্মান কাজে হাত পড়ে। দ্রুত গতিতে কাজ চালিয়ে শিশু পার্কসহ আলোক সজ্জা ও অন্যান্য আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করা হয়।
শুরু থেকে এডিপির অর্থায়নে বিভিন্ন ধাপে ৩৫ লাখ, ২০ লাখ করে দু’বার এবং শেষ বারে ৫০ লাখ টাকায় জেলা পরিষদের তত্বাবধানে নির্মান কাজ সম্পন্ন হয়। এতে মোট ব্যায় হয় ১ কোটি ২৫ লাখ টাকা।
নওগাঁ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শাহ আলম মৃধা জানান, সর্বশেষ বরাদ্দকৃত অর্থে সত্মম্ভের গায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ছবি সম্বলিত  টাইলস লাগানো, মাটি ভরাট, বেদি পাকা করন, ও সৌন্দর্য বর্ধন সম্পন্ন করা হয়েছে। তবে ডিজাইন অনুযায়ী এর পূর্নাঙ্গ নির্মান ও সৌন্দর্য বর্ধন কাজটি শেষ করতে আরো ৩ কোটি টাকা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। #

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …