এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রানত্ম বিরোধের জের ধরে সৃষ্ট মারামারিতে আহত ব্যক্তি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোরে মারা গেছে। প্রতিপক্ষরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পইতা গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন জানান, তাদের বাড়ির পার্র্শ্ববর্তী কেশুরগাড়া মৌজার জমি নিয়ে ঐগ্রামের মোহন চাঁদ মন্ডলের ছেলে আফতাব উদ্দিনের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে তার ছেলে মোসলেম উদ্দিন (৪০) তার শিশু ছেলে রুবেল (১২) ও বোন বুলুকে সাথে নিয়ে সে জমির ধান কাটতে যায়। প্রতিপক্ষ আফতাব ও তার লোকজনেরা রুবেল ও বুলুকে আটকে রেখে মোসলেমকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে সে মারাত্মক আহত হলে প্রথমে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যয কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানানত্মর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার রাজশাহী মর্গে তার ময়নাতদনত্ম করা হয়। এদিকে মাথায় আঘাতপ্রাপ্ত প্রতিপক্ষ আফতাব উদ্দিনকেও শুক্রবার দুপুরে মহাদেবপুর উপজেলা স্বাস্থায কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।#
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …