এনবিএন ডেক্স : নওগাঁর পত্নীতলায় যখন ঈদের খুশিতে সবাই মেতেছিল ঠিক তখনই ঘাতক বাস কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ। জানা গেছে গত বৃহস্পতিবার ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে আট টায় পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের আব্দুল বাশির উদ্দীনের পুত্র রিল্যাক্স কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ সাইদুর রহমান (৪০) ও তার বন্ধু একই গ্রামের সাইদুর রহমানের পুত্র তাছির উদ্দীন (৪৩) তাদের নিজ বাড়ি শীতল থেকে বাজাজ সিটি-১০০ মোটরসাইকেলে চড়ে সকাল সাত টায় দুই বন্ধু মহাদেবপুর উপজেলার মাতাজী হাট যাচ্ছিল। সাপাহার মহাসড়কের পত্নীতলা বালুঘা মোড় নামক স্থানে মোটরসাইকেল আরোহীরা পৌঁছিলে নজিপুর থেকে আগ্রাদ্বিগুন গামি এক যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস’লে মোটরসাইকেল আরোহী সাইদুর রহমান (৪০) ও সাইদুরের বন্ধু তাছির উদ্দীন (৪৩)-এর ঘটনাস’লে তাদের করুণ মৃত্যু হয়। স্থানীয় জনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখলে পুলিশ এসে অবরোধ মুক্ত করে। ঘাতক বাসটি স্থানীয় জনতা উপজেলার শিবপুর হাটে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘতক বাসটি আটক করে থানায় নিয়ে আসে এবং লাশ মর্গে প্রেরণ করে। এই মর্মানি-ক সড়ক দুর্ঘটনায় পত্নীতলা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। নিহত পরিবারের স্বজনদের কান্নায় সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …