এন বিএন ডেক্সঃ সরকারী গুদামে ধান-চাল সরবরাহে কোন ভাবেই মধ্যস্বত্ত¡ভোগী, দালাল চক্র কিম্বা দলীয় নেতা স্থান পাবে না জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ৬ লাখ টন ধান কিনবে সরকার। তাই সময় মত সরাসরি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে কৃষকের প্রতি আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী। শনিবার বিকালে নওগাঁয় আমনের পাকা ধানক্ষেত পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মাঠে নেমে ধানের ফলন দেখে পুলকিত হোন মন্ত্রী। তিনি স্থানীয় চাষিদের কাছ থেকে চাষাবাদের খোঁজ খবর নেন। চলতি আমনে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাবেদ ফারুক পাটোয়ারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপাল, নওগাঁ জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আব্দুল খালেক, নিয়ামত পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁর সাপাহারে করলা চাষে সাফল্য চাষী
এনবিএন ডেক্সঃ নওগাঁর সাপাহারের করলা এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হওয়ায় লাভের মুখ …