13 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ২৭ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় যুবকের মৃত্যু

নওগাঁয় হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় যুবকের মৃত্যু


এন বিএন ডেক্সঃ নওগাঁ সদরে হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত শনিবার রজাকপুর গ্রাম এলাকার তুলসীগঙ্গা ব্রীজের টেকনিক্যাল স্কুলের সামনে হাতুড়ে চিকিৎসকের চেম্বারে। জানা যায়, নওগাঁ সদরে রজাকপুর গ্রামের মৃত আলতাফ আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) হৃদরোগে আক্রান্ত হয়ে পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘীর থানার সান্তাহারে একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে। পরে হঠাৎ করে মুক্তার অসুস্থ্য হয়ে পরলে তার পরিবারের সদস্যরা রজাকপুর গ্রাম এলাকার তুলসিগঙ্গা ব্রীজের টেকনিক্যাল স্কুলের সামনে আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে হাতুড়ে চিকিৎসক ডাঃ আলমগীর কবিরের চেম্বারে নিয়ে যায়। ওই হাতুড়ে চিকিৎসক রোগীর কোন পরীক্ষা নিরীক্ষা না করে একটি ইনজেকশন করে ছেড়ে দেয়। পরে বাড়িতে গিয়ে কিছুক্ষুনের মধ্যেই ওই রাতেই আনুমানিক ১২ টার সময় মুক্তার হোসেন মৃত্যুর কোলে ঢলে পরেন। স্থানীয়রা জানান, আলমগীর কবির চকরামপুর গ্রামের সেকেন্দারে ছেলে। সে দীর্ঘ দিন থেকে ওই এলাকায় তার মেসার্স এস এ মেডিক্যাল ওষুধের দোকানে অপচিকিৎসা দিয়ে আসছিলেন। তার অপচিকিৎসার কারনে মুক্তারের মৃত্যু ঘটেছে। এ বিষয়ে হাতুড়ে চিকিৎসক আলমগীর কবির জানান, সে একজন পল্লী চিকিৎসক। মুক্তারের মৃত্যুর সর্ম্পকে বললে তিনি জানান রোগীটির মৃত্যু একটি র্দূঘটনা মাত্র এছাড়া স্থানীয়দের মিমাংসায় ভিকটিমের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা ক্ষতি পূরন দিয়েছি। এ ঘটনায় ভিকটিমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা জানান আমরা মুক্তারকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই হাতুড়ে চিকিৎসক আলমগীর কবির আমাদের ডেকে নিয়ে অপচিকিৎসা দেয় তার ভূয়াচিকিৎসার কারনে মুক্তারের মৃত্যু হয়েছে। তারা বলে আমরা গরীব মানুষ একারনে থানা পুলিশে যাবার সাহস পায়নি অপরদিকে স্থানীয়দের চাপে ভূঁয়াচিকিৎসক আলমগীর কবির এলাকার আব্দুল মজিদের ছেলে সাগর কে ৫০ হাজার টাকা ক্ষতি পূরন দেয় কিন্তু ওই টাকা এখনো আমরা পাইনি। এ ঘটনায় সাগরের সাথে কথা বললে তিনি জানান টাকা দিতে কয়েক দিন সময় লাগবে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ও‘সি সোহরাওয়াদী হোসেন জানান, উক্ত ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি তবে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …