এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে অর্ধ কোটি টাকার চাঁদাবাজীর অভিযোগে সর্বহারা-জেএমবি হিরা বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় হিরা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রাজেকুল ইসলাম ওরফে রাজু (২৬) কে পুলিশ গ্রেফতার করেছে। রাণীনগর থানার ওসির দায়িত্বরত ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুর রহমান জানান, গত ১৬ নভেম্বর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামের মৃত সাদেক আলী শেখের পুত্র আকবর আলী শেখ রাণীনগর উপজেলার পোঁতা মৌজার তার ক্রয়কৃত ২০ বিঘা জমি দেখা-শুনার জন্য ভাটকৈ বাজারে আসে। তখন ৫০লাখ টাকা দাবীকৃত চাঁদার টাকার জন্য এলাকার সর্বহারা জেএমবি হিরা ও তার বাহিনীরা আকবর আলীকে মারপিট ও খুন করার হুমকী প্রদান করে। এর আগে হিরা বাহিনীকে নিয়মিত সাধ্যের মধ্যে চাঁদা দিয়ে সে জমিতে চাষাবাদ করতো। এ ঘটনায় গত ২৪ নভেম্বর আকবর আলী বাদী হয়ে মারপিট, চাঁদাবাজী ও হত্যার হুমকীর অভিযোগে পার-নওগাঁর মৃত আবুল কাশেম ধলুর পুত্র ইমতিয়াজ রেদারুল ওরফে হিরা (৩৪), শফিকপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র রাজেকুল ইসলাম রাজু (২৬), মৃত জালাল উদ্দিনের পুত্র আলমগীর (৩৮), মৃত আব্বাছ আলীর পুত্র শাহাজান (৪০), মৃত মেহের আলীর পুত্র দেলোয়ার ওরফে ভোলা (৩৬) ও মৃত আফতাব মোল্লার পুত্র মুন্টু মোল্লা (৪০) সহ আরো ২৫/৩০ জন সর্বহারা জেএমবি সদস্যদের বিরুদ্ধে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। ঐদিন রাতেই মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁ থেকে হিরা বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড রাজেকুল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে বলে জানা যায়। অন্য আসামীদের গ্রেফতারের তৎপরতা চলছে। উক্ত হিরা বাহিনীর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজীসহ বিভিন্ন মামলা রয়েছে। মামলার বাদী আকবর আলী জানান, গত দুই বছর ধরে ইমতিয়াজ বেদারুল ইসলাম রাজু এলাকার সর্বহারা জেএমবিদের একত্রিক করে এলাকায় ব্যাপক চাঁদাবাজী শুরু করে এবং পোঁতা মৌজার সকল সম্পত্তি তাদের বলে দাবী করে জবর দখল করতে থাকে। প্রথম দিকে হিরা বাহিনী তার কাছেও চাঁদা দাবী করলে কিছু কিছু চাঁদা দিয়ে ঝামেলা এড়াতেন।এই দুই বছরে হিরা ও রাজু তাদের বাহিনী ব্যাপক চাঁদাবাজী করেছে এবং চাঁদা দিতে ব্যর্থ হাওয়ায় এলাকার প্রায় ৩শ’ত বিঘা জমি মানুষ জনকে ভয়ভীতি দেখিয়ে জবর দখল করে নিয়েছে। গত দুই মাস আগে ভাটকৈ বাজারে হিরা ও তার বাহিনী আকবর আলীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে জমিও হারাবেন এমনকি জীবনটাও হারাতে পারেন বলে হুমকী প্রদান করেন। এই চাঁদার টাকার জন্য তাকে মারপিটসহ প্রাণনাশের হুমকী দেওয়া অব্যহত রয়েছে।
Home / প্রতিবেদন / অর্ধ কোটি টাকা চাঁদা দাবী রাণীনগরে সর্বহারা-জেএমবি হিরা বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড রাজু গ্রেফতার
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …