22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৮ম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের শিকার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ভাবগম্ভীর পরিবেশে ঈদের ছুটি কাটানোর পর স্কুল খোলার প্রথম দিনেই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুর হাইস্কুলের ৮ম শ্রেণীর এক ছাত্রী কয়েক জন বখাটে কর্তৃক অপহৃত ও গণ ধর্ষনের শিকার হবার ঘটনা ঘটেছে। গ্রামবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার বল্লাভেংকুর গ্রামের মৃত আমজাদ হোসেনের কন্যা রুদ্রপুর উচ্চবিদ্যালয়ের ৮ম ছাত্রী গত বুধবার স্কুলে যায়। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্থানীয় প্রভাবশালী মাজেম তালুকদার ও দামু তালুকদারের বখাটে ২পুত্র ফিরোজ(১৯) ও রহিমের (২০) নেতৃত্বে ছাত্রীটিকে অপহরন করে পাশ্ববর্তী শেরপুর থানার একটি গ্রামে নিয়ে তাকে আটকে রাখে। রাতে তাকে পালাক্রমে ধর্ষন করে। ব্যাপাটি জানাজানি হয়ে গেলে গ্রামবাসী অপহরণকারী পরিবারের উপর চাপ সৃষ্ঠি করলে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ধষিতাকে তার মায়ের কাছে ফেরত দেয়। অপহরনকারীরা প্রভাবশালী হওয়ায় মামলা না করতে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হচ্ছে। এব্যাপারে রায়গঞ্জ থানায় যোগাযোগ করলে পুলিশ জানায়, একটি পুলিশ টিম বল্লাভেংকুর গ্রামে পাঠানো হয়েছে। এদিকে বল্লাভেংকুর গ্রামসহ পাশ্ববর্তী গ্রাম সমূহে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …