এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাই-ভবানীগঞ্জ সড়কে ঘোষপাড়া নামক স্থানে ব্রিজ ভেঙে আত্রাই-রাজশাহী সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ব্রিজ ভেঙে যাওয়ায় হাজার হাজার জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। গত রোববার নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের প থেকে এলাকায় মাইকিং করে ওই সড়কে কোন প্রকার যানবাহন না চালানোর অনুরোধ করা হয়।
জানা যায়, আত্রাই হতে বিভাগীয় শহর রাজশাহীর সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ আত্রাই-ভবানীগঞ্জ সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত বাস ট্রাক, ভটভটি, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে থাকে। ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল করতে না পারায় হাজার হাজার মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জানা যায়, আত্রাইয়ে কোন হিমাগার না থাকায় আত্রাইয়ের সকল আলু চাষিরা বাগমারার হিমাগারগুলোতে আলু সংরণ করেছে।
প্রতিদিন ট্রাক বা ভটভটি যোগে এ আলু বাগমারার হিমাগার থেকে উত্তোলন করে আত্রাইসহ বিভিন্ন বাজারে বাজারজাত করা হয়। বর্তমানে ব্রিজটি ভেঙে যাওয়ায় পরিবহন সমস্যার কারণে আলুচাষিরা আলু উত্তোলন করতে না পারায় তারা
লোকসানের শিকার হচ্ছে। এদিকে রাজশাহীর বাগমারায় কর্মরত আত্রাইয়ের অনেক কর্মজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। সংশ্লিষ্ট আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম মঞ্জুরুল আলম বলেন, ব্রিজটি কয়েকদিন পূর্বেই ভাঙন দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আলিম খান বলেন, ব্রিজটি পরিদর্শন করেছি। জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত সেখানে একটি বেলিব্রিজ প্রতিস্থাপন করা হবে এবং যতদ্রুত সম্ভব সেখানে পূর্ণাঙ্গ ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু করা হবে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …