22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মেয়েরা টেলিভিশনে দেশি কোন অনুষ্ঠান দেখে না

নওগাঁর মেয়েরা টেলিভিশনে দেশি কোন অনুষ্ঠান দেখে না

এনবিএন ডেক্স: অবাক হলেও সত্য যে নওগাঁ শহরের মেয়েরা টেলিভিশনে বাংলাদেশী কোন অনুষ্ঠান দেখেনা। তারা বিনোদনের জন্য ভারতীয় বিভিন্ন বাংলা চ্যানেল সহ হিন্দি চ্যানেল দেখে থাকেন।
সমপ্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শিশুনীড়’ নওগাঁর ৫শত মেয়ের উপর এক জরিপ চালিয়ে এ তথ্য সাংবাদিকদের জানান। শিশুনীরের জরিপে জানা গেছে ৫শত জন মেয়ের মধ্যে মাত্র ২০জন মেয়ে পাওয়া গেছে যারা বাংলাদেশী বিভিন্ন চ্যানেল দেখেন। বাঁকি মেয়েরা ভারতীয় বিভিন্ন চ্যানেল দেখলেও অধিকাংশ মেয়েই ভারতের ধারাবাহিক অনুষ্ঠান মা দেখেনে। এরপরই তাদের পছন্দের তালিকায় রয়েছে বউ কথা কও, সিদূর খেলা সহ বিভিন্ন সিরিয়াল। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যনত্ম বিভিন্ন বাসা বাড়ির টিলিভিশন থাকে মেয়েদের নিয়ন্ত্রণে। মেয়েদের আরো একটি পছন্দের অনুষ্ঠান দাদাগিরি হলেও মিরাক্কেল তেমন পছন্দের নয়। আবার মিঠুন চক্রবর্তীর উসি’তিতে ড্যান্স বাংলা ড্যান্স অনুষ্ঠানটি ছোট ও বড় উভয় ধরনের মেয়েদের কাছে প্রিয়। তাদের জরিপে আরো জানা গেছে স্কুল কলেজের ছাত্রীরা সাধারণত দিনে ভারতীয় বিভিন্ন গান ও নাচের অনুষ্ঠান পছন্দ করে। শিশুনীর এ জরিপ চালানোর সময় ১শজন পুরুষের উপর জরিপ চালিয়ে যে তথ্য পেয়েছেন তাতে দেখা যায় অধিকাংশ পুরুষই রাত ১০টার পর টিভির নিয়ন্ত্রণ হাতে পায়। এ সময় তাদের মধ্যে ৬৫ জন ভারতীয় হিন্দি ছবি দেখেন। বাঁকি ৩৫ জনের মধ্যে কেউ কেউ বাংলাদেশী বিভিন্ন চ্যানেলের সিরিয়াল পছন্দ করেন ও খবর শোনেন। এ ছাড়া বেশ কয়েকজন টিভিতে শুধুমাত্র নিয়মিত টক শো দেখেন। বাংলাদেশী চ্যানেল না দেখার কারণ জানতে চাইলে জরিপে অংশগ্রহণ কারি ৫শত মেয়ে ও ১শত ছেলের সকলেই এক কথায় একটিই উত্তর করেছেন যে, দেমী চ্যানেলগুরোতে এতো অধিক হারে বিজ্ঞাপন প্রচার করা হয় যে উপবোগ্য অনুষ্ঠানের ধারাবাহিক আস্বাদ গ্রহণ করা যায় না। বিজ্ঞাপনের জ্বালার কষ্ট বর্ণনা করতে গিয়ে দর্শকরা জানান যে দেশি টিভি চ্যানেলগুলোতে খবরের মধ্যেও এতো বিজ্ঞাপন প্রচার করা হয় যে পুরো খবর দেখা ও শোনার মানশিকতা নষ্ট হয়ে যায়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …