এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশা উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারীর হয়রানী, ঘুষ ও দূর্ব্যবহারে উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ শিক্ষক-শিক্ষিকাগণ অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী কাজল কুমার সরকার বিগত ২০১০ সালে উপজেলা শিক্ষা অফিসে ওই পদে যোগদান করেন। যোগদানের পর থেকে সহকারী শিক্ষা অফিসার, শিক্ষক ও অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিকের সাথে দ্বন্দে জড়িয়ে পড়েন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণের এলপিআর মঞ্জুর, শিক্ষিকাগণের মাতৃত্বকালিন ছুটি মঞ্জুর, শ্রান্তি বিনোদনের কাগজপত্রের নামে শিক্ষকদের নিকট থেকে অর্থ আদায়, রাজনৈতিক দলের ভয় দেখিয়ে বিভিন্ন শিক্ষককে হয়রানীমুলক ডেপুটেশন, একই বিদ্যালয়ের শিক্ষককে ডেপুটেশনে দিয়ে আবার ঘুষ নিয়ে ডেপুটেশন বাতিল করে অন্য শিক্ষককে ডেপুটেশনে পাঠানো, সরকারী নীতিমালাকে তোয়াক্কা না করে বৃদ্ধ শিক্ষকগণকে বিষয় ভিত্তিক প্রশিক্ষনে প্রেরন, বিদ্যালয়ের স্লিপের বরাদ্ধকৃত অর্থ থেকে ১ হাজার ৫’শ থেকে ২ হাজার ৫’শ টাকা পর্যন্ত ঘুষ গ্রহনসহ একাধিক অপকর্মে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সহায়তা করে এসব কুকর্ম চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপরে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক ওই অফিস সহকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগ করেছে কিন্তু কোন কাজ হয়নি বলে জানান। তার কাজ কর্মে সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসারগণ বিব্রত এবং গত কিছুদিন পূর্বে জেলা সদরের এক সহকারী শিক্ষা কর্মকর্তা শিক্ষা অফিসে অফিসিয়াল কাজে আসলে তার সাথেও খারাপ আচরন করেন বলে ওই শিক্ষা কর্মকর্তা জানান। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসের প্রধান সহকারী কাজল কুমারের সাথে কথা বলা হলে তিনি তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন। সংশ্লিষ্ট পোরশা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিলের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ওই অফিস সহকারীর বিরুদ্ধে একাধিকবার তার কাছে শিক্ষকগণ মৌখিক অভিযোগ করেছেন বলে স্বীকার করেন। অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীমের সাথে কথা বললে ওই অফিস সহকারীর বিরুদ্ধে তার কাছে একটি দরখাস্ত রয়েছে বলে জানান। নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডলের সাথে কথা বললে ওই অফিস সহকারীর বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …