এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর-পতিসর সড়কে গুয়াতা এলাকায় রবিবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে রেজাউল ইসলাম (৪৬) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ চার যাত্রী আহত হয়েছে। নিহত রেজাউল ইসলাম উপজেলার কালীগ্রামে বাড়ী। আহত চার জনের মধ্যে রফিকুল ইসলাম (৩৮) ও সোহাগ হোসেনকে (৩২) প্রথমে রাণীনগর পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই কালীগ্রামের বাসিন্দা। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা-আল মাসউদ চৌধুরী জানান, সকালে মাছ ধরার জন্য একটি ভটভটি যোগে মাছ ব্যবসায়ী রেজাউল ইসলাম গুয়াতা গ্রামে যাচ্ছিলেন। পতিসর থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে পাঁচ জন আহত হন। এদের মধ্যে রেজাউল ইসলাম, রফিকুল ইসলাম ও সোহাগ হোসেনকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রেজাউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনের গুরুত্বর যখম হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …