এনবিএন ডেক্স: স্ত্রী হত্যাকান্ডের সাথে জড়িত স্বামী জাহাঙ্গীর আলম রাশেদ (৩৪)’ কে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানীর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ রংপুর পরিচালকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পরিচালক আবু ফরহান কবীর জানান, পারিবারিক কলহের জের ধরে নগরের কামাল কাছনা এলাকার ব্যবসায়ী মাগরেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম রাশেদ তার স্ত্রী সোমা খাতুন (২৭)’কে গত ১১ মার্চ রাতে তার নিজ বাস ভবনে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে ১২ মার্চ জাহাঙ্গীর আলম রাশেদ এর বাবা মাগরেব আলী ছেলে নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে সে পলাতক অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার পর থেকে সে পলাতক অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ সদস্যরা গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।