কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধিঃ বিজিবি কলারোযা সীমান্ত থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি আটক করেছে। জানা গেছে, মাদ্রা বিজিবি সীমান্তে টহল দান কালে ভারত থেকে পাচার করে আনা গাইটবাহি একদল চোরাচালানীকে ধাওয়া করে। ধাওয়ার মুখে চোরাচালানীরা সোনাই নদীর পাড়ে গাড়াখালী গ্রামের ভিতরে কয়েকটি গাইটে ১৫৬ পিস উন্নত মানের ভারতীয় শাড়ি ফেলে পালায়। উদ্ধার কৃত শাড়ির মূল্য ৪ লাখ ২২ হাজার টাকা বলে মাদ্রা বিজিবি’র নায়েক সুবেদার সিরাজুল গণি জানান।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …