15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / পীরগঞ্জে পল্ল্লী বিদ্যুতের নব নির্মিত উপকেন্দ্রের উদ্বোধন ।

পীরগঞ্জে পল্ল্লী বিদ্যুতের নব নির্মিত উপকেন্দ্রের উদ্বোধন ।

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে শুক্রবার পল্লী বিদ্যুত সমিতি-১ এর নব নির্মিত বিদ্যুত উপকেন্দ্র ও বিলিং এরিয়া অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সবের উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। পরে এ উপলক্ষে সেখানে এক উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম কাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রওশন আরা ওয়াহেদ, সমিতির এজিএম(নিপর) , পীরগঞ্জ এরিয়া অফিস প্রধান আল-হেলাল, এলাকা পরিচালক আকরাম হোসেন মিলন খান, আলহাজ্ব শফিউল ইসলাম, আ’লীগ নেতা আবু হোসেন বিএসসি, খলিলুর রহমান মন্ডল, কুমেদপুর ইউপি চেয়ারম্যান আব্দুস ছালেক বিএসসি প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে , শঠিবাড়ীস’ রংপুর পল্লী বিদ্যুত সমিতি –১ প্রতিষ্টার পর থেকে রংপুর গ্রীড থেকে বিদ্যুত গ্রহন সাপেক্ষে সমিতির আওতাধীন গ্রাহকদের মাঝে বিদ্যুত সরবরাহ করে আসছে । কিন’ সমিতি চাহিদানুযায়ী বিদ্যুত না পাওয়ায় সমিতি কর্তৃপক্ষ গ্রাহকদের জন্য প্রয়োজনীয় বিদ্যুত সরবরাহ দিতে পারছেন না। সার্বিক এ পরিসি’তিতে শঠিবাড়ীস’ রংপুর পল্লী বিদ্যুত সমিতি -১ পীরগঞ্জ উপজেলা সদরে মহাসড়কের পার্শে সমিতির নিজস্ব অর্থায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে একটি নুতন বিদ্যুত উপকেন্দ্র নির্মান করে ।
সুত্র আরও জানায় ৫ এম/ভি এ ক্ষমতা সম্পন্ন এ উপকেন্দ্রে পলাশবাড়ী গ্রীড থেকে বিদ্যুত প্রাপ্তি সাপেক্ষে বিশেষ করে পীরগঞ্জ এলাকায় এ বিদ্যুত সরবরাহ করা হবে । যা ইতিপুর্বে রংপুর গ্রীড থেকে সরবরাহের আওতায় ছিল । কতৃপক্ষ আশা করছেন পুরোপুরি ৩৩/১৬ কে ভি এ উপকেন্দ্রটি চালু হলে পীরগঞ্জে বিদ্যুত পরিসি’তির অনেক উন্নতি হবে ।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …