
নওগাঁ প্রতিনিধি :“দুগ্ধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ফেস্টন উড়িয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহফুজার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম সহ জেলা ও উপজেলার প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ে কর্মকতা, খামারি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে