21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নওগাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় নওগাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন

নওগাঁ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়
নওগাঁর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার সকাল ৮টায়  ( ১৪ ডিসেম্বর)  সদর উপজেলার দোগাছিতে অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্বে ফুলের শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মোহা: হাছানাত আলী বলেন, আমরা গর্ববোধ করছি যে, দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে প্রথম বারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৯৭১ সালের হানাদার বাহিনী বিজয়ের কিছুক্ষণ আগে বাংলার বুদ্ধিজীবীদের হত্যা করে মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চাওয়া ব্যর্থ হয়েছে। আজকের এই দিনে আমি সেই সব বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী রুহের আত্মার মাগফেরাত কামনা করছি। একসাথে ২৪ এর আনদোলনে যারা দেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য  রক্ত দিয়েছ আমি সেই সব সোনার ছেলের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আত্তার শান্তি কামনা করছি।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …