এনবিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলা উপজেলার সড়ক উপ-বিভাগের পাহাদার সোহেল রানা বাবলুর মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার দুপুরে সড়ক বিভাগ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন নওগাঁ সড়ক বিভাগের কর্মচারী শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম লেবুসহ অন্যান্যরা।
বক্তারা বলেন- নওগাঁর সড়ক বিভাগের পরিদর্শন বাংলো সম্পর্কে সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্য প্রদান করে সোহেল রানা বাবলু। তাই অনতিবিলম্বে চাকুরী হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।