14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতি, গ্রেফতার ১৮

নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতি, গ্রেফতার ১৮

এনবিএন ডেক্সঃ নওগাঁয় সড়কে গুড়ি ফেলে চাল বোঝাই ট্রাক ডাকাতির সাথে জড়িত আন্ত:জেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া চাল, ট্রাক, নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র।  শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ২২ মার্চ গাইবান্ধা থেকে একটি ট্রাকে করে ৪০০ বস্তা আতপ চাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ দিকে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার বাইপাস সড়কের ইকরতারা স্থানে রাত ১টার দিকে ডাকাত দল সড়কে গাছের গুড়ি ফেলে ট্রাকটিকে থামিয়ে ট্রাকের চালক ও হেলপারকে মারপিট করে পাশে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে ডাকাতরা ট্রাকটি নিয়ে চলে যায়। ওই দিন ভোরে চালক ও হেলপার কৌশলে তাদের হাতের বাঁধন খুলে তারা আশেপাশের মানুষকে জানালে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে এই বিষয়ে সদর থানায় একটি মামলা দয়ের হলে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেন। তিনি বলেন, তদন্তের এক পার্যায়ে বগুড়ার শেরপুরের রানিরহাটে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তি এবং সোর্সকে কাজে লাগিয়ে জানা যায় ডাকাতিকৃত চাল শেরপুর থানার একটি গোডাউনে আনলোড করা হয়েছে। পরে ২৮ মার্চ সেখানে অভিযান চালিয়ে ডাকাতিকৃত চাল সহ আব্দুল মজিদকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যমতে ডাকাতির সাথে জড়িত সোহাগের বাড়ি থেকে ৯০ বস্তা চাল ও সদরের নিশিন্দারা থেকে ২০ বস্তা চাল উদ্ধার করা হয়। পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত ২৯ মার্চ শাজির উদ্দিনকে ১১১ বস্তা চাল সহ পুলিশ গ্রেফতার করেন। এছাড়া ওই দিনই বগুড়া জেলার কাহালু থানা এলাকা থেকে জিয়াকে পুলিশ গ্রেফতার করেন। এবং গত ৩০ মার্চ রাতে আবারও বগুড়া সদরে অভিযান চালিয়ে ডাকাত শাহজান, মেহেদী, ইউসুফ,মাহফুজ, রাজু পালোয়ান এবং রতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাজু পালোয়ানকে নিয়ে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া চাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত হাটিকুমরুল এলাকার শরিফকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ১১১ বস্তা চাল বিক্রির ১ লাখ ১৬ হাজার ৪৫০ টাকা তার নিকট থেকে জব্দ করা হয়। এছাড়াও ডাকাতের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় তারা ডাকাতি করতেন। ডাকাতির সাথে আরও কেউ জড়িত আছে কি না সেই বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার। অপরদিকে জেলার পোরশা উপজেলার সরাইগাছী-আড্ডা তাইতর মোড়ে বাঁশ বোঝাই ট্রলি দিয়ে পথরোধ করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে বাচ্চু মৃধা,বদিউজ্জামান,হাফিজুর রহমান, মোশারফ, সাদেকুল, শাহিন নামের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …