22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নওগাঁয় বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

এন বিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় বিআরটিসি বাস-মোটরসাইকেল সংঘর্ষে রাব্বি (১৭) নামে এক মোটসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজ পাড়া গ্রামের খাইরুল ইসলামের ছেলে। পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশচন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রাব্বী মোটসাইকেল নিয়ে উপজেলার নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় বিজিবি ক্যাম্প এলাকয় পৌঁছালে দিনাজপুর থেকে উপজেলার নজিপুরের দিকে আসা একটি বিআরটিসি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটসাইকেলে থাকা রাব্বী রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকাই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …