এনবিএন ডেক্সঃ নওগাঁয় কৃষিঋন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় নওগাঁ সদর উপজেলা পর্যায়ের কৃষিঋণ বিতরণ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহদী হাসান। সদর উপজেলা প্রশাসন আয়োজিত কৃষিঋন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, বিআরডিবি’র উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের এরিয়া ব্যাবস্থাপক এনামুল বশির ও এসপিও দেওয়ান শাহাদাত হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যাবস্থাপক মো: নবিউল করিম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, রাজিয়া সুলতানা প্রমুখ। মেলায় জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, অগ্রনী ব্যাংক, বাংলাদেশ ডেপ্লেমেমেন্ট ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমর্শিয়াল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রুপালী ব্যাংক, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক, বিআরডিবি, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন, এবি ব্যাংকসহ প্রায় ৩০টি ব্যাংক স্ব স্ব বুথ খুলে নির্ধারিত কৃষকদের মধ্যে সরাসরি ঋন প্রদান করে। কৃষিঋণ মেলায় ৩০টি ব্যাংককের অংশ গ্রহণে দিনব্যাপী কৃষি ঋন মেলায় উপজেলার প্রায় ৩শ ২ জন কৃষকদের মধ্যে ৩ কোটি ১০ লক্ষ টাকা ঋন প্রদান করা হয়েছে। উল্ল্যেখ একই সাথে জেলার অন্য ১০টি উপজেলায় স্ব স্ব উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুরূপ কৃষিঋন মেলার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁ থেকে যশোর-বেনাপোল ও বরিশাল-কুয়াকাটা রোডে দুইটি বাস চলাচলের উদ্বোধন
এন বিএন ডেক্সঃ নওগাঁ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য জন্য দুইটি বাস চালু করা হয়েছে। …