নওগাঁ প্রতিনিধিঃ রাজশাহী রেঞ্জের ২য় বারের মতো শ্রেষ্ঠ ও‘সি নির্বাচিত হয়েছেন নওগাঁ সদর মডেল থানার ও‘সি মোঃ সোহরাওয়ার্দী হোসেন। সোমবার রাজশাহী রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে ডিসেম্বর ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় রাজশাহী রেঞ্জের সকল পুলিশ সুপারের উপস্থিতিতে মাসিক অপরাধ পর্যালোচনা শেষে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ও‘সি হিসাবে নওগাঁ সদর মডেল থানার ও‘সি মোঃ সোহরাওয়ার্দী হোসেন কে নির্বাচিত করেন। এসময় নওগাঁ পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া বিপিএম উপস্থিত থেকে ও‘সি মোঃ সোহরাওয়ার্দী হোসেনের ক্রেষ্ট গ্রহন করেন। উল্লেখ্য গত নভেম্বর ২০২০ এর রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ও‘সি হিসাবেও মোঃ সোহরাওয়ার্দী হোসেন নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫জন আসামীকে যাবজ্জীবন …