নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ । স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধারনা করা হচ্ছে গত বুধবার (৯ ডিসেম্বর) রাতের কোন এক সময় উপজেলার মৈনম ইউনিয়নের চেয়ারম্যানের মোড়ের পাশে অজ্ঞাতনামা ওই ব্যক্তি নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক পারাপার হচ্ছিল। রাস্তা পার হতে গিয়ে দূর্ঘটনায় মারা গিয়ে রাস্তার উপর পড়ে ছিল। অন্যান্য যানবাহন লাশের উপর দিয়ে চলাচলা করায় ছিন্নভিন্ন হয়ে যায়। সকালে বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়। পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিন্নভিন্ন পড়ে থাকা লাশের প্রায় ৩২ টি টুকরা উদ্ধার করে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন- লাশটির পরিচয় শনাক্ত করার মত তেমন কোন তথ্য থানা পুলিশ পায়নি। তবে লাশের পরিহিত জ্যাকেট, চাদর ও লুঙ্গি জব্দ করা হয়েছে। আমরা নিহতের পরিচয় সংগ্রহের চেষ্টা করছি।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …