16 Joishtho 1430 বঙ্গাব্দ মঙ্গলবার ৩০ মে ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-রাজশাহী মহা সড়কে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তারের মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনারপর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি তবে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দি হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে জানা যায় নিহতরা মোটরসাইকেল যোগে নওগাঁ শহর থেকে সন্ধ্যায় পর মহাদেবপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কে ডাক্তারের মোড় নামক স্থানে মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই দু‘জনের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ও‘সি জানান।

আরও পড়ুন...

নওগাঁয় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নানা আয়োজনের মধ্যে দিয়ে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হয়েছে। এ …