15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ব্যবসায়ীকে মারপিটের মামলায় মহাদেবপুর উপজেলার বহিস্কৃত ছাত্রলীগের সভাপতি রাজুসহ গ্রেফতার-০২

ব্যবসায়ীকে মারপিটের মামলায় মহাদেবপুর উপজেলার বহিস্কৃত ছাত্রলীগের সভাপতি রাজুসহ গ্রেফতার-০২

এন বিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে চাঁদার দাবিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে মারপিট ঘটনায় থানায় মামলা দায়েরের ১০দিন পর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ তার ২ সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনারপর দিন মহাদেবপুর থানায় সোহেল রানা সদ্য বহিস্কৃত উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু ও তার সহযোগি নয়নসহ আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম এসব জানান। তিনি জানান, ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু আহম্মেদের নেতৃত্বে রাজুর সহযোগি নয়নসহ আরো ৬/৭ জন সোহেল রানার ব্যবসা প্রতিষ্ঠানে ভেতরে গিয়ে সিসি ক্যামের অফ করেন। এরপর রাজু ৪০ হাজার টাকা চাঁদাদাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে না চাইলে সোহেল রানাকে তার নিজ প্রতিষ্ঠানে মারপিট করেন। পরে ওই মারপিটের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সোহেল রানা উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু ও তার সহযোগি নয়নসহ আরো ৬/৭ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে রাজধানী ঢাকা থেকে রাজু ও তার দুই সহযোগিকে গ্রেফতার করে। বুধবার দুপূরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিকুল আক্তার, ফারজানা হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …