15 Boishakh 1432 বঙ্গাব্দ সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় কর্মহীন ১৯টি সংগঠনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসন

নওগাঁয় কর্মহীন ১৯টি সংগঠনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসন

মোঃ আবু বকর সিদ্দিকঃ নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ১৯টি সংগঠনের মাঝে ২হাজার ২শত ত্রান দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পযর্ন্ত নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে ত্রান হিসেবে এই খাদ্য সাম্যগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ হারুন অর-রশীদের নির্দেশনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী জেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে এই ত্রান সামগ্রী দেয়া হয়েছে। নওগাঁ জেলার ওই সব সংগঠনের নেতারা জানান, করোনা ভাইরাসের কারনে গত ২৬ এপ্রিল থেকে এখন পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন সংগঠনের লোকজন কর্মহীন হয়ে পড়ায় তারা মানবেতর জীবন যাপন করছিলেন। এসময় স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করে তাদের দুর্দশার কথা বললে তিনি এই সহযোগিতার ব্যবস্থা করেন। এসময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যা আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে …