10 Magh 1431 বঙ্গাব্দ শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


এন বিএন ডেক্সঃ“দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ৯টায় জেলা স্কুল থেকে একটি র‌্যালী বের হয়ে কেডি সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-পরিচালক এ,কে.এম মোরশেদ বক্তব্য রাখেন। এসময় র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা বিভিন্ন দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করনীয় নানাদিক তুলে ধরে এক মহড়া প্রদর্শন করে।

আরও পড়ুন...

নওগাঁয় অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত অসহায়, দুঃস্থ ও শীর্তাত শ্রমিকদের মাঝে …