এন বিএন ডেক্সঃ “সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের“ এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণ্যাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসেন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, কবি ও সাহিত্যাক আতাউল হক সিদ্দিকী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, প্রমুখ বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষরা অংশ নেয়।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …