13 Joishtho 1430 বঙ্গাব্দ রবিবার ২৮ মে ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে দু’টি সাটারগান সহ আটক-১

নওগাঁর রাণীনগরে দু’টি সাটারগান সহ আটক-১

এনবিএন ডেক্স : নওগাঁর রাণীনগরে দু’টি দেশী তৈরী সাটারগান অস্ত্রসহ এক সাইকেল মেকার গোলক চন্দ্র সাহা (৬০) নামক এক বৃদ্ধাকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে আটক করে। আটক গোলক চন্দ্র ভাটকৈ গ্রামের মৃত গয়েন্দ্র চন্দ্র সাহার ছেলে । তার বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ওসি কে.এম সামছুদ্দীন বলেন, রাণীনগর উপজেলার ভাটকৈ বাজারে এক সাইকেল মেকার অস্ত্র নিয়ে ঘোড়া ফেরা করছে, এমন গোপন সংবাদেও ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই মিজানুর রহমান মিজান এর নের্তৃত্বে সঙ্গীয় ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১০টায় অভিযান পরিচালনা কালে গোলক চন্দ্রকে ভাটকৈ বাজার থেকে দেশীয় তৈরি দু’টি সাটারগানসহ আটক করে । তার বিরুদ্ধে রাণীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

এন বিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে …