16 Joishtho 1430 বঙ্গাব্দ মঙ্গলবার ৩০ মে ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ /  নওগাঁর মান্দায় বন্যাদুর্গতদের মাঝে ভার্কের ত্রাণ বিতরণ

 নওগাঁর মান্দায় বন্যাদুর্গতদের মাঝে ভার্কের ত্রাণ বিতরণ

এনবিএন ডেক্সঃ  নওগাঁর মান্দায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। রোববার দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কর্ণভাগ গ্রামের মোড়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্য ইব্রাহীম হোসেন, ভার্ক মান্দা এরিয়া অফিসের সহসমন্বয়কারী মনজুর আলম তালুকদার, মান্দা শাখা ব্যবস্থাপক ফারুক আহমেদ, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, পাঁজরভাঙ্গা শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদ, সতিহাট শাখা ব্যবস্থাপক দেলুয়ার হোসেন, দেলুয়াবাড়ি শাখা ব্যবস্থাপক শিরিন সুলতানা, হিসাব রক্ষক ওবাইদুর রহমান প্রমুখ।সংশ্লিষ্ট সূত্র জানায়, ভার্ক পাঁজরভাঙ্গা শাখার পক্ষ থেকে বন্যা দুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁ থেকে যশোর-বেনাপোল ও বরিশাল-কুয়াকাটা রোডে দুইটি বাস চলাচলের উদ্বোধন

এন বিএন ডেক্সঃ নওগাঁ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য জন্য দুইটি বাস চালু করা হয়েছে।  …