এনবিএনডেক্স: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । গতকাল দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তপোধ্বনির পর শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতি স্তম্ভে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এছাড়া আঃ জলিল চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে পুষমাল্য অর্পন করে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপিসহ সদর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম মোজাহার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল রশীদ, নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি, জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ একেএম ফজলে রাব্বী, মডেল প্রেস কাবের সভাপতি রায়হান আলম, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু, বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউট, নওগাঁ সরকারী কলেজ, নওগাঁ টেকনিক্যাল কলেজ, প্রবাহ সংসদ, একুশ উদ্যাপন পরিষদ, জেলা বিএনপি,যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। মঙ্গলবার সকালে নওগাঁ ষ্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ এনামুল হক ও পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান ফেষ্টুন দিবসের উদ্ধোধন করেন। স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, ছালাম গ্রহন, ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বিজিয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরন করেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিশাল র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদনি করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে মুক্তিযোদ্ধা মঞ্চে মুক্তিযোদ্ধাদের ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তােেদর পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তমঞ্চে দিবসের উপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …