16 Joishtho 1430 বঙ্গাব্দ মঙ্গলবার ৩০ মে ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় র‌্যাব কর্তৃক অপহৃত উদ্ধারসহ অপহরণকারী চক্রের-৩ সদস্য গ্রেফতার!!

নওগাঁয় র‌্যাব কর্তৃক অপহৃত উদ্ধারসহ অপহরণকারী চক্রের-৩ সদস্য গ্রেফতার!!

এনবিএনডেক্স: নওগাঁয় র‌্যাব কর্তৃক অপহৃত উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করেছে। র‌্যাব-৫ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী চাঁপাই নবাবগঞ্জ জেলার -গোমস্তাপুর থানার নরশিয়া গ্রামের মোজাম্মেল হোসেন ছেলে সিঙ্গাপুর প্রবাসী রেজাউল করিম রাজু (২৬)  গত ১০ ডিসেম্বর বিকালে তার পূর্ব পরিচিত নওগাঁ জেলার পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইসলাম হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৫) এর সাথে দেখা করার জন্য তার সঙ্গে থাকা দুই বন্ধু  সাদ্দাম হোসেন (২৬) ও ফয়সাল (২৩) সহ দেলোয়ায়ের বাড়িতে আসে। বাড়িতে আসার পর ৩ জনকে দেলোয়ার হোসেন নিজ বাড়িতে আটকে রেখে মুক্তিপণ হিসেবে রেজাউলের পরিবারের নিকট ২,০০,০০০/- (দুই ল) টাকা দাবী করে। তিনদিন আটক থাকার পর গত শুক্রবার সু-কৌশলে অপহৃত রেজাউল তার মোবাইল থেকে র‌্যাব-৫ এ যোগাযোগ করে এবং ঘটনার বিস্তারিত জানায়। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল নওগাঁ জেলার পোরশা থানা এলাকায় অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে এবং ওই দিন রাতেই অপহরণকারী দেলোয়ারসহ তার ২ সহযোগী রুম্মান (২২) ও আনোয়ারুল ইসলাম (৩২) কে গ্রেফতার করে এবং অপহৃত রেজাউল ও তার ২ বন্ধুকে উদ্ধার করে। পরে র‌্যাব কর্তৃপ গ্রেফতারকৃত আসামীদের পোরশা থানায় হস্তান্তর  করে। এ বিষয়ে পোরশা থানায় ১টি মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

এন বিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে …