14 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর রাণীনগরে শ্রেণীক সংকটে বিদ্যালয়ের কাস চলছে পরিত্যক্ত ভবনে!!

নওগাঁর রাণীনগরে শ্রেণীক সংকটে বিদ্যালয়ের কাস চলছে পরিত্যক্ত ভবনে!!

এনবিএনডেক্স: নওগাঁর রাণীনগর উপজেলার কনৌজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকরে সংকট প্রকট হয়ে দেখা দিয়েছে। যার ফলে ঝঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে কাস করছে ছাত্র-ছাত্রীরা। তবে ভবনটি যেকোন সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছেন বিদ্যালয়ের শিক, ছাত্র-ছাত্রী, অবিভাবক ও সচেতন মহল। সংশ্লিষ্ট বিভাগকে বার বার জানিয়েও কোন কাজ হয়নি বলে জানান শিক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। বিদ্যালয়ের প্রধান শিক জেবুন নেসা বেগম জানান, ১৯৪৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কনৌজ গ্রামের শিানুরাগী মীর হোসেন অজোপাড়া গ্রাম এলাকার শিশুদের শিার জন্য ৩৩ শতক জমি দান করেন। এখানেই শিা প্রতিষ্ঠান তৈরি করা হয়। দেশ স্বাধীন হওয়ার পূর্বে প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জরিত থাকলেও স্বাধীনতা অর্জনের পর বিদ্যালয়টিকে সরকারিকরণ করা হয়। তখন ইট দিয়ে টিনসিটের তিনটি ক নির্মাণ করে পাঠদান করা হতো। এরপর ১৯৯৪ সালে একটি তিন ক বিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। ছাত্র-ছাত্রীদের পাঠদানের ক সংকটের কারণে পরিত্যক্ত ভবনের একটি মোটসহ চারটি কে গাদাগাদি করে শিা কার্যক্রম চালানো হচ্ছে। দীর্ঘদিন কোন সংস্কার না করায় বর্তমানে নতুন এই ভবনের বিভিন্ন জায়গা থেকে প্লাস্টার খসে পড়ে যাচ্ছে এবং ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়াই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও শ্রেণীকরে সংকটের কারণে কর্তৃপ এইসব ঝুঁকিপূর্ণ ভবনসহ বিদ্যালয়টির উত্তর দিকে অবস্থিত ১৭ বছর পূর্বে পরিত্যক্ত ঘোষণা করা টিনসিটের দরজা-জানালা নষ্ট হওয়া কে পাঠদান করতে বাধ্য হচ্ছেন। রণাবেণের অভাবে পরিত্যক্ত এই ভবনের কগুলোর কাঠের তৈরি করা দরজা-জানালা, ছাউনির টিনসহ হাজার-হাজার টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। গত কয়েক বছর থেকে সমাপনী পরীায় শতভাগ পাস থাকলেও বিদ্যালয়টি অবহেলিত। বিদ্যালয়টিতে প্রতিদিন প্রায় ১৫০ জন শিার্থী পাঠগ্রহণ করলেও তাদের জন্য পর্যাপ্ত বেঞ্চ, শ্রেণীক, শিকসহ লাইব্রেরি নেই। যার কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশুনা করার তি হচ্ছে। ছোট একটি খেলার মাঠ থাকলেও সংস্কারের অভাবে মাঠটিও খেলার অনুপযোগী। বিদ্যালয়টিতে নিয়মানুসারে চারজন শিকের পদ থাকলেও দীর্ঘদিন যাবৎ আছে মাত্র তিনজন শিক। স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত এই ভবনের দরজা-জানালা নষ্ট হয়ে যাওয়ায় এলাকার কতিপয় দুর্বৃত্তরা রাতের আঁধারে এই সব খোলা কে প্রবেশ করে বিভিন্ন রকমের অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাহেব আলী জানান, বিদ্যালয়টি খুবই অবহেলিত। বর্তমানে বিদ্যালয়টির চারপাশে কোন প্রাচীর না থাকায় শিার্থীরা নিরাপত্তাহীনতায় ভোগে পাঠগ্রহণের পুরো সময়টা। বিদ্যালয়টির সকল সমস্যা সমাধানকল্পে আমরা একাধিকবার উপর মহলে লিখিত অভিযোগ দিয়েও কোন ফল পাইনি। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মজনুর রহমান জানান, এই বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …