23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে জাতিসংঘ শিশু অধিকার সনদ ২৫তম বাষিকী পালিত!!

নওগাঁর ধামইরহাটে জাতিসংঘ শিশু অধিকার সনদ ২৫তম বাষিকী পালিত!!

এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাটে জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর  পূর্তি উপল্েয বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির উদ্যোগে শিশুদের নিয়ে র‌্যালী, সমাবেশ ও সংবাদ সম্মেলন করা হয়। সহস্রাধিক শিশুর অংশ গ্রহণে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় র‌্যালী, ১১ টায় গঠিত শিশু সংসদের সমাবেশ ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশনের আইডিভুক্ত শিশুদের নিয়ে গঠিত শিশু সংসদের সংসদ সদস্যরা শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য উপস্থাপন করেন শিশু সংসদ সদস্য মাশরুফা তানজিন মনি, সোহানা মেহজাবিন ও জান্নাতুন নাঈম। এছাড়াও উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, কৃষি কর্মকর্তা ড. জামাল উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন প্রকল্প কর্মকর্তা তন্ময় সাংমা, ইকবাল হোসেন, আনোয়ার পারভেজ,প্রেসকাব সভাপতি এম এ মালেক, সম্পাদক মোস্তফা কামাল বাবু, সাংবাদিক মোজাম্মেল হক, আঃ আজিজ, আবুমুছা স্বপন, সেলিম রেজা রিপন, মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। ১৯৮৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ শিশু অধিতার সনদ গ্রহণ করে এবং ১৯৯০ সালে তা আন্তর্জাতিক আইনে পরিনত হয় এবং বিশ্বের ১৯৫ দেশের মধ্যে ১৯৩ টি দেশে এ আইন চালু আছে বলে শিশু সংসদ জানান।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …