21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে আমন েেত কারেন্ট পোকার আক্রমণ!!

নওগাঁর ধামইরহাটে আমন েেত কারেন্ট পোকার আক্রমণ!!

এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাটে চলতি আমন মৌসুমে ধান ঘরে ওঠার আগ মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকরা বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও সুফল পাচ্ছে না। এতে এবার ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন এ এলাকার কৃষক। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলায় এবার রেকর্ড ২১ হাজার ৩শ’ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সঠিক সময়ে বৃষ্টি, পরিচর্যা ও সার কীটনাশকের সংকট না থাকায় ধান গাছগুলো লকলকে ও তরতাজা হয়েছিল। অধিকাংশ জমিতে সরু চাল হিসেবে পরিচিত জিরাশাইল ধান রোপণ করেছে কৃষকরা। এছাড়া ব্রিধান-৪৭, ৪৯, ৬২ ও বিনা-৭ জাতের ধান রোপণ করা হয়েছে। ধান পাকার মৌসুম শুরু হওয়ার পূর্ব থেকে আকস্মিকভাবে উপজেলার সর্বত্র ধানেেত কারেন্ট (বাদামী গাছ ফড়িং) পোকার আক্রমণ দেখা দেয়। পঙ্গপালের মত এ পোকার আক্রমণে ধান গাছ রস শূন্য হয়ে শুকিয়ে মরছে। ধান েেত থোড় বের হবার সময় উপজেলার মাঠের পর মাঠ সবুজের সমারোহ কৃষকের বুক ফুলে উঠেছিল। তারা স্বপ্ন দেখছিল এবার ধানের বাম্পার ফলন হবে। কৃষকগণ হিসাব-নিকাশ কষছিল লাভ লোকসান নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে কারেন্ট পোকার আক্রমণে তাদের সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। যেসব জমিতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে সে সকল জমির ধান গাছ গুকিয়ে খড়ে পরিণত হয়েছে। খড়গুলো দুর্বল ও গন্ধযুক্ত হয়ার গরু-মহিষ পর্যন্ত সেগুলো খেতে চাইছে না। আবিলাম গ্রামের কৃষক জামাল উদ্দিন বলেন, কয়েক বার ধান েেত কারেন্ট পোকার বিষ প্রয়োগ করার পরও ধান কাটার সময় আবারও এ পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ড. জামাল উদ্দিন বলেন, আবহাওয়া অনুকূল থাকায় এ পোকার আক্রমণ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকের আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। রোগ বালাই সম্পর্কে কৃষকদের সচেতন করার ল্েয প্রায় ২৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …