22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষনে ব্যর্থ হয়ে বিধবাকে কুপিয়ে হত্যা!!

সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষনে ব্যর্থ হয়ে বিধবাকে কুপিয়ে হত্যা!!

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধর্ষনে ব্যার্থ হয়ে মালেকা খাতুন (৩০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোক্তার আলী (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার তালম ইউনিয়নের দামড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মালেকা জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের দামড়া গ্রামের মৃত আফজালের স্ত্রী। আটককৃত মোক্তার আলী একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের দামরা গ্রামের আফজাল হোসেন সম্প্রতি মারা যাওয়ায় তার স্ত্রী দুই সন্তানের জননী মালেকা বিধবা হয়। বিধবা হওয়ার পর থেকেই একই গ্রামের বখাটে মোক্তার আলী তাকে বিভিণœ সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার গভীর রাতে মালেকার ঘড়ের বেড়া কেটে ঘড়ে প্রবেশ করে মোক্তার। এ সময় তাকে ধর্ষনে ব্যার্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় ঐ বখাটে। মালেকার আত্যচিৎকারে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এলে এ ঘটনা সকলকে জানিয়ে সে মারা যায়। পরে স্থানীয়রা মোক্তার আলীকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ও ঘাতককে পুলিশ হেফাজতে নেয়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতককে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …