এনবিএনডেক্স: নওগাঁর সাপাহারে একটি আদিবাসী পরিবারের ছেলের জন্য কনে দেখতে গিয়ে সড়ক দুঘটনায় ১ আদিবাসীর মৃত্যু ও ১৩জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর-গোয়ালা সড়কের টেটাপাড়া নামক গ্রামের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনটি ঘটে। জানা গেছে, উপজেলার লীপুর আদিবাসী পাড়ার জৈনক লেহারু টুডুর পুত্র বিপল টুডুর বিয়ের কনে দেখার জন্য গ্রামের প্রায় অর্ধশত আদিবাসী নারী পরুষ একই ভুটভুটিতে করে একই উপজেলার পার্শ্ববর্তী গোয়ালা গ্রামে যাচ্ছিল। রাস্তায় তাদের ভুট ভুটিটি ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ভুটভুটিটি রাস্তার পার্শ্বে গর্তে পড়ে যায়। এসময় ভুটভুটির সামনে থাকা যাত্রী গেন্দা সরেন (৪৫) পড়ে গিয়ে ভুটভুটির চাপায় ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে। এছাড়া ঐ দুর্ঘটনায় গনেশ (৬০) বাসু টুডু (৪০) বাসন্তী (৩০) মন্টু (২৭) মুক্তা (৩৪) সনাতন (২৮) সুরুজ (৪০) শেফালী (৪০) সহ প্রায় ১৩ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী ঘটনা স্থল হতে দুর্ঘটনার কবলে পড়া ভুটভুটিটি সহ আহতদের উদ্ধার করে সাপাহার হাসপাতালে ভর্তি করে। নিহত গেন্দা সরেন উপজেলার লীপুর আদিবাসী পাড়ার রামদাস সরেনের পুত্র বলে জানা গেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …