15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মহাদেবপুরে সিএনজি ছিনতাই করার সময় জনতার হাতে তিন যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে সিএনজি ছিনতাই করার সময় জনতার হাতে তিন যুবক আটক

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গত মঙ্গলবার সন্ধ্যায় সিএনজি বেবীট্যাক্সি ছিনতাই করে নিয়ে যাবার সময় জনতা তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো নওগাঁ শহরের বিহারী কলোনী মহল্লার ফারুক আহমেদের ছেলে রাশেদ হোসেন (২৭), কোমাইগাড়ী মহল্লার আব্দুল জলিলের ছেলে সুজন (২০) ও নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজারের মৃত মঈন উদ্দিনের ছেলে সোহাগ (১৯)।
সিএনজি চালক নওগাঁ শহরের বরুণকান্দি মহল্লার আশরাফুল ইসলামের ছেলে রিগান হোসেন জানান, সকালে ওই তিন যুবক তার সিএনজি ভাড়া নিয়ে ছাতড়া বাজারে যায়। বিকেলে তারা বিকল্প পথে কাঁচা শাখা রাস্তা দিয়ে ফেরার সময় মহাদেবপুর উপজেলার আলী দেওনা-সন্তোষ মোড়ের পশ্চিমে সুরানন্দপুর নামক স্থানে পৌঁছলে আরোহীরা চালককে  হত্যার হুমকি দিয়ে জোড় করে সিএনজি থেকে নামিয়ে দিয়ে সিএনজি ছিনতাই করে নিয়ে পালানোর চেষ্টা করে। চালক রিগানের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সিএনজি থামিয়ে তিন যুবককে আটক করে বেদম মারপিট করে। মারাত্মক আহত অবস্থায় বিকেলে তাদেরকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ব্যাপারে সিএনজির চালক বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মহাদেবপুর থানার ডিউটি অফিসার এসআই এনামুল হক জানান, তিন যুবককে পুলিশী হেফাজতে চিকিৎসা করানো হচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …