এনবিএন ডেক্স: বাঁশিতে মধুর সুর তুলে জাগিয়ে ছিলেন মানুষকে। অন্ধকারে উৎসের আলো জ্বালিয়ে তিনি দেখিয়েছিলেন কাম, ক্রোধ, লোভ, মোহ থেকে মানুষের মুক্তির পথ। তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মে প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন দ্বাপর যুগে মানব সংসারে। সনাতন ধমালম্বিদের বিশ্বাস তিনি আজ থেকে পাঁচ হাজার বছর আগে আভির্ভূত হয়েছিলে এধরায়। মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষে তিনি একে একে বধ করেছিলেন সব দূবৃর্ত্তকে। গত রোববার তাঁর জন্মদিন। শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণে ভক্ত অনুরাগিরা আজ তাঁকে প্রাণভরে স্মরন করছে। নেবেন দিক্ষা। পূঁজা, গীতাপাঠ, কির্তনসহ নানান আয়োজনে দিনটি পালন করছে নওগাঁর সনাতন ধর্মালম্বিরা। এ উপলক্ষে নওগাঁ শ্রী শ্রী বুঁড়া কালিমাতা পূঁজা মন্ডপ থেকে একটি বর্নঢ্য র্যালি বের হয়ে শহরের প্রাধান প্রধান সড়ক প্র্িক্ষন করে আবার কালিমাতা মন্ডপে গিয়ে শেষ হয়।নওগাঁ সেবা শ্রম সংঘের অধ্যক্ষ দ্বীগ বিজয়ানন্দ মহারাজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে র্যালীটির উদ্বোধন করেন। র্যালীতে শ্রীশ্রী বুড়াকালী মাতার পূজা মন্ডপ কমিটির সভাপতি নিরদ বরন সাহা চন্দন, সাধারন সম্পাদক অখিল চন্দ্র ঘোষ, পূজা উদযাপন পরিষদ কমিটির বাবু নির্মল কৃষ্ণ সাহা সহ জেলার সনাতন ধর্মাবলী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁ থেকে যশোর-বেনাপোল ও বরিশাল-কুয়াকাটা রোডে দুইটি বাস চলাচলের উদ্বোধন
এন বিএন ডেক্সঃ নওগাঁ থেকে দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগের জন্য জন্য দুইটি বাস চালু করা হয়েছে। …