আব্দুর রহমান,সাতক্ষীরা ॥ সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নাজমুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি আহত হন। আহত নামজুল একই উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার নূর ইসলাম জানান, ভোমরা সীমান্তের মেইন পিলার ২ (সাব পিলার নং-২) এর কাছে একটি জঙ্গলের মধ্যে পানিতর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলকে ভোর ৬ টার দিকে ফেলে রেখে চলে যায়। পরে তার সহযোগীরা বিজিবিকে খবর দিলে তারা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক । বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি পাঠিয়েছে । আহত নাজমুলের মা আয়েশা বেগম জানান, নাজমুল ভোমরা স্থল বন্দরের একজন সিএন্ডএফ শ্রমিক। বিএসএফ সদস্যরা তাকে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গুলি করেছে।
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …