তাইওয়ানে জরুরি অবতরণের সময় ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ৫১ জন আরোহী নিহত হয়েছেন। আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। টাইফুনের কবলে পড়ে রাডার থেকে বিচ্ছন্ন হয়ে একটি অভ্যন্তরণীর ফ্লাইট দেশটির মাগং বিমানবন্দরে জরুরি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে বিধ্বস্ত হয়। বিমানটিতে ৫৪ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। তাইওয়ানের এক বিমান কমকর্তা জানিয়েছেন, ট্রান্সএশিয়ার জিই২২২ ফ্লাইটটি টাইফুনের কারণে বিমানবন্দরে নামতে ব্যর্থ হয় এবং এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের বাইরে বিধ্বস্ত হয়। ওই কর্মকর্তা আরো জানান, মাটিতে আছড়ে পড়ায় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধার কাজ শেষে আহত-নিহতের সঠিক সংখ্যা গণমাধ্যমকে জানানো হবে। তাইওয়ানের বেসামরিক বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে তাইওয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে ৫৪ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। এটি তাইওয়ানের বিমান কোম্পানি ট্রান্সএশিয়া এয়ারওয়েজের একটি বিমান। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষের প্রধান শেন চি জানান, বিধ্বস্ত বিমানটির ৫১ জন আরোহীই সম্ভবত নিহত হয়েছেন এবং সাতজন আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন। অবশ্য বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এ দুর্ঘটনায় ৪০ জনের বেশি আরোহী মারা গেছেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন। উল্লেখ্য, ‘টাইফুন মাতমো’ গতকাল বুধবার তাইওয়ানে আঘাত হানে। এর প্রভাবে দেশটির স্কুল-কলেজ ও মার্কেটগুলো বন্ধ ঘোষণা করা হয়। আলজাজিরা আরো জানিয়েছে, ট্রান্সএশিয়ার ২৩টি বিমান রয়েছে। সাধারণ অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে এ বিমান কোম্পানিটি। তাইওয়ানের বাইরে জাপান ও কম্বোডিয়ায় অল্প সংখ্য ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন...
মোহাম্মদ আবদুল করিম পলাশ এর জানাজা ও দাফন সম্পন্ন
আরটিভি’র সংবাদ প্রযোজক মুহম্মদ আবদুল কাইয়ূম পাভেল এর বড় ভাই মোহাম্মদ আবদুল করিম পলাশ আর …