7 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ২০ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ধুনটে পরিবার পরিজনসহ নিজ বাড়িতে অবরুদ্ধ এক ব্যবসায়ী

ধুনটে পরিবার পরিজনসহ নিজ বাড়িতে অবরুদ্ধ এক ব্যবসায়ী

এনবিএন ডেক্স: বগুড়ার ধুনটে পরিবার পরিজনসহ এক ব্যবসায়ী নিজ বাড়িতে ৫ দিন যাবৎ অবরুদ্ধ হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের অবরুদ্ধ করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে গোলাম মোস্তফা পাদুকা ব্যবসায়ী। গোসাইবাড়ি বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান। তিনি বাজারের পূর্ব পাশে প্রায় ২০ বছর যাবৎ স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করেন। গত ১৩ জুলাই সকালে প্রতিবেশী জামাল উদ্দিন লোকজন নিয়ে ওই বাড়িতে গিয়ে তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন জাতের ফলের গাছ কেটে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে। প্রতিপক্ষ লোকজন যাবার সময় বাড়ির প্রবেশ পথে খুঁটি পুঁতে ব্যবসায়ীর পরিবার পরিজনকে অবরুদ্ধ করে রাখে। ব্যবসায়ী পারিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দুর্বিষহ জীবনযাপন করছেন। এ ঘটনায় ব্যবসায়ী গোলাম মোস্তফা বাদী হয়ে জামাল উদ্দিনসহ ৪ জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত জামাল উদ্দিন বলেন, কয়েক মাস আগে একই এলাকার শিমুলবাড়ি গ্রামের নান্নু মিয়ার কাছ থেকে ১০ শতক জমি কিনেছি। এই জমির কিছু অংশ গোলাম মোস্তফা দখল নিয়ে আছে। সেখানে খুঁটি পুঁতে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। এছাড়া তাকে জমির দখল ছেড়ে দিতে বলা হয়েছে। গোসাইবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর ওই বাড়িতে গিয়ে প্রবেশ পথের খুঁটি তুলে দিয়েছি। এছাড়া উভয় পরিবারের মধ্যে মীমাংসা করার উদ্যোগ নিয়েছে। থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার প্রক্রিয়া চলছে। উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …