9 Ashin 1430 বঙ্গাব্দ রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / ১৫ বছর পর আফজালের সাথে বিপাশা হায়াত

১৫ বছর পর আফজালের সাথে বিপাশা হায়াত

বিনোদন রিপোর্ট : দীর্ঘ ১৫ বছর পর আবার একসঙ্গে অভিনয় করলেন জনপ্রিয় তারকাজুটি আফজাল হোসেন ও বিপাশা হায়াত। ‘তবু নক্ষত্র জাগে’ শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাদের। এতে চিত্রশিল্পী আনিস মাহমুদ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। অন্যদিকে বিপাশা হায়াত টিনা চরিত্রে রূপদান করেছেন। এর গল্পে দেখা যাবে, যুক্তরাষ্ট্র থেকে সমপ্রতি দেশে ফিরেন টিনা। এক পর্যায়ে চিত্রশিল্পী আনিস মাহমুদের সঙ্গে তার পরিচয় হয়। তিনি বিবাহিত। কিন্তু টিনার সঙ্গে সাক্ষাতের পর আনিস মাহমুদ সংসারের প্রতি ধীরে ধীরে উদাসীন হয়ে পড়েন। আরিফ খানের পরিচালনায় গত ১৬ জুলাই নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এটি লিখেছেনও বিপাশা হায়াত। এতে আরও অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি। আসন্ন রোজার ঈদে এনটিভিতে নাটকটি প্রচার হবে বলে জানা গেছে। উল্লেখ্য, সর্বশেষ আজ থেকে ১৫ বছর আগে সেলিম আল দীনের লেখা ‘হিতংকর’ নামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও বিপাশা হায়াত। ওই নাটকটি পরিচালনা করেছিলেন আফজাল হোসেন নিজেই।

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …