20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় বনদস্যুরা কেটে ফেলেছে বন বিভাগের ১৩’শ গাছ!!

নওগাঁয় বনদস্যুরা কেটে ফেলেছে বন বিভাগের ১৩’শ গাছ!!

এন বি এন ডেক্স: নওগাঁর ধামইরহাটে বন বিভাগের প্রায় ১৩ শত গাছ কেটে ফেলেছে বন দস্যুরা। উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক জানান, গতকাল বৃহস্পতিবার ভোর অনুমান সাড়ে ৫ টার দিকে বন বাগান টহল দানকালে উপজেলার পশ্চিম চান্দপুর মৌজায় ২০১১-১২ আর্থিক সনে সৃজিত বন বাগানে বনদস্যু পশ্চিম চান্দপুর গ্রামের মৃত কিনু মন্ডলের ছেলে হাসেন আলীর নেতৃত্বে একদল বন দস্যু  নির্বিকারে বনবিভাগের আকাশমনি ও বিভিন্ন প্রজাতির প্রায় ১৩ শত গাছ কর্তন করে। এ ঘটনা দেখে বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক ও তার বন প্রহরীরা বাধা দিলে বন দস্যুরা অস্ত্র নিয়ে এগিয়ে আসলে প্রাণভয়ে বনবিট কর্মকর্তা ঘটনাস্থল থেকে পালিয়ে আসে। বনবিট কর্মকর্তা জানান, প্রায় ১৩ শত গাছ কর্তনের মাধ্যমে সরকারের প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে গাছগুলি পরিপক্ক হলে লক্ষ লক্ষ টাকা সরকারের আয় হতো কিন্তু বন দস্যুরা একের পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে। তিনি আরও বলেন এই ঘটনার জড়িতরা ইতিপূর্বে বনবিভাগের গাছ কাটার সাথে সম্পৃক্ত ছিল।  ধামইরহাট থানার ওসি এ কে এম মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …