3 Boishakh 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / নেইমারের প্রার্থনায় ম্যারাডোনা-ওজিলরা

নেইমারের প্রার্থনায় ম্যারাডোনা-ওজিলরা

 স্পোর্টস ডেস্ক :
মেসি-রোনালদো-নেইমারের মতো খেলোয়াড় না থাকলে প্রতিপক্ষ যেন হাফ ছেড়ে বাঁচে। তবে এ সব তারকারা না থাকলে বিশ্বকাপের মতো আসর রং হারায়। সেটা ম্যারাডোনা-পেলে-মেসি-ওজিলরা ভালোই বোঝেন। তাইতো ইনজুরি আক্রান্ত নেইমারের জন্য শুভকামনা ও প্রার্থনা রইল মেসি-ম্যারাডোনা-ওজিলদের। তারা চাইছেন, দ্রুতই সুস্থ হয়ে মাঠে নামুক ব্রাজিলের সুপারস্টার। কোয়াটার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন নেইমার। ইনজুরি এতটাই মারাত্মক যে বিশ্বকাপই শেষ তার! আগামী বুধবার বিশ্বকাপের সেমিফাইনালের খেলায় জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে ছাড়াই খেলতে নামবে স্বাগতিকরা। তখন বার্সেলোনা তারকার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাবেন লুইজ-সিজাররা। তার থেকেও বড় কথা, নেইমারের ড্রিবলিং, বল পাসিং, উড়ন্ত শট আর নিঁখুত কারিকুরি মিস করবে ফুটবলভক্তরা। এতে কোনো সন্দেহ নেই। নেইমারের প্রতি শুভকামনায় ভেনেজুয়েলার একটি টিভিতে ম্যারাডোনা বলেন, এটা ভয়াবহ একটা ব্যাপার। কেবল ব্রাজিলের জন্যই নয়, গোটা ফুটবল দুনিয়ার জন্যই এটা উদ্বেগের বিষয়। বিশ্বকাপ হচ্ছে নেইমারের দেশের মাটিতে। গোটা দেশের অনেক প্রত্যাশা ছিল তার ওপর। বার্সেলোনায় মেসি-নেইমার জুটির বিষয়টি সবারই জানা। তবে জাতীয় দলে দুই জনের অবস্থান দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনায়। দুই দলই ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। তারপরও নিজের ফেসবুক পেজে নেইমারের উদ্দেশ্যে মেসি লিখেছেন, আশা করছি তুমি খুব দ্রুতই সেরে উঠবে বন্ধু। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি। প্রতিদ্বন্দ্বীর সবচেয়ে বড় ভরসা খেলতে পারবেন না, জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের তাতে আনন্দিতই হওয়ার কথা। কিন্তু নেইমারের জন্য ব্যথিত তিনিও, নেইমারের জন্য খুব খারাপ লাগছে। আশা করছি সে খুব দ্রুতই সেরে উঠবে।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …