এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৯ জুন আদালতে মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক মোটা অংকের ঘুষ বাণিজ্যের মাধ্যমে ওই বিদ্যালয়ের শূন্য পদে অযোগ্য প্রার্থী উপজেলার শালিজান গ্রামের মো: কফিল উদ্দিনের পুত্র আকরামুল হোসেনকে শিক্ষক হিসেবে নিয়োগের উদ্যোগ নেন এবং ২০মে একটি নিয়োগ নির্বাচনী বোর্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিষয়টি জানার পর এলাকাবাসী গত ১৮ই মে জেলা শিক্ষা অফিসারের কাছে অবৈধভাবে ঘুষ গ্রহণ পূর্বক অযোগ্য শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধের দাবিতে জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেয়ার পর কৌশলী সভাপতি ও প্রধান শিক্ষক ২০মে’র নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করেন। পরবর্তীতে ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে সভাপতি ও প্রধান শিক্ষক গোপন আঁতাত করে ৯ জুন নিয়োগ নির্বাচনী বোর্ডের কর্যক্রম শুরু করেন। বিষয়টি জানার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানালে পুলিশ পাহারায় নিয়োগ নির্বাচনী বোর্ড অনুষ্ঠিত হয়। ঘুষ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে এলাকাবাসী জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ না হওয়ায় গত ৯ই জুন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আব্দুস সাত্তার মো: মেহেদী হাসান, মো: রমজান আলী, কারিমা বেওয়া, মো: আব্দুল বারি ও সুনীতা রাণী মন্ডল বাদী হয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুল মতিন ও প্রধান শিক্ষক শ্রী ধরনী কান্ত বর্মনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এর আগেও প্রধান শিক্ষক ধরনী কান্ত বর্মন ঘুষ বাণিজ্যের মাধ্যমে কয়েকজন সহকারী শিক্ষক নিয়োগ দিয়ে দশ লক্ষ টাকা আত্মসাত করেছেন মর্মে ষ্ট্যাম্পে একটি মুচলিকা দিয়েছেন বলেও এলাকাবাসী অভিযোগ করেছেন। এব্যাপারে নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহীদুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মামলা হলেও এ ব্যাপারে আদালতের কোন নিষেধাজ্ঞা না থাকায় নিয়োগ নির্বাচনী বোর্ড করা হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …