15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / রুবেল বাদ, চূড়ান্ত দলে মিঠুন ও তাসকিন

রুবেল বাদ, চূড়ান্ত দলে মিঠুন ও তাসকিন

এনবিএন ডেক্স: ভারত সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ১৫ সদস্যের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ওয়ানডে ম্যাচ খেলার জন্যে আগামী ১৩ জুন ঢাকায় আসছে ভারত। বুধবার ছয়জন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ যাওয়া এবং সেখান থেকে ছয়জন দেশে ফেরত আসায় দল এক প্রকার তৈরিই ছিল। ১৬ খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। মানে চূড়ান্ত দলে জায়গা হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেসার তাসকিন আহমেদের। গতকাল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। দিবারাত্রীর প্রতিটি ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়নি ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও অনূর্ধ্ব-১৯ দলের পেসার তাসকিন আহমেদের। ১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ম্যাচ খেলবে ভারত। আসন্ন সিরিজ উপলক্ষে দল সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, আমরা প্রায় একই স্কোয়াড রাখার চেষ্টা করেছি। একই সঙ্গে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরুর জন্য হাতে থাকা বিকল্পগুলো নিয়েও আমাদের ভাবতে হয়েছে। ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরমেন্স করায় মিঠুন অনেক দিন ধরেই নির্বাচকদের নজর কেড়েছেন। ফারুক আরো বলেন, ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম করা মিঠুনের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়াটা প্রাপ্য। একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা তাসকিনকে ওয়ানডে ক্রিকেটে পরীক্ষা করে নিতে চান প্রধান নির্বাচক। বোলারদের বিষয়ে ফারুক বলেন, অভিষেকের পর থেকে ভালো বল করছেন আল-আমিন। মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন জিয়াউর রহমান। এই সব বোলিং বিকল্প থাকায় আর দলের ভারসাম্যের জন্য বাদ পড়েছেন রুবেল হোসেন।

বাংলাদেশ দল রয়েছেন : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আল-আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, এনামুল হক, শামসুর রহমান, মুমিনুল হক, নাসির হোসেন, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মোহাম্মদ মিঠুন।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …