এনবিএন ডেক্স:
আসছে ঈদ। আর ঈদকে ঘিরেই এখন নির্মাতারা ব্যস্ত পড়েছেন নাটক টেলিফিল্ম নির্মাণে। দর্শকপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘পুষ্পিতা ভিজ্যুয়ালস’ থেকে নাটক নির্মাণ করছেন। এবারই প্রথম জাহিদ হাসান ভিট তারকা অভিনেত্রী হাসিন রওশন জাহানকে নিয়ে নাটক নির্মাণ করলেন। হাসিন এর আগে নোবেল, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, সজলসহ আরও অনেকের বিপরীতে অভিনয় করলেও এবারই প্রথম তিনি জাহিদ হাাসনের বিপরীতে অভিনয় করেছেন ‘সকল দুয়ার খুলা’ নাটকে। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা করেছেন জাহিদ হাসান। নাটকে জাহিদ হাসান মোবারক চরিত্রে অভিনয় করেছেন যিনি গ্রামের একজন ডাক্তার। যার কাজই হচ্ছে মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি করা। ডাক্তারের বউ বলে শেফালী’ও অহংকারী হয়ে উঠে। কিন্তু ঘটনাক্রমে একদিন ডাক্তারের নিজের সন্তানই মেয়াদোত্তীর্ণ ঔষুধ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ফলে ডাক্তার মোবারক তার নিজের ভুল বুঝতে পারে। জাহিদ হাসান বলেন ,’ সমাজের মানুষকে নাটকটি দিয়ে একটি ম্যাসেজ দেবার চেষ্টা করেছি। নাটকে হাসিন অনেক ভালো অভিনয় করেছে। মানুষ হিসেবেও অনেক ভালো মনের একজন মানুষ। আশাকরি নাটকটি দর্শকের ভালোলাগবে। ‘ হাসিন বলেন, ‘ জাহিদ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। একইসঙ্গে তার সাথে জুটিবদ্ধ হয়ে এবং তারই নির্দেশনায় কাজ করা আমার জন্য সৌভাগ্যের বিষয়। একদিনে শুটিং করে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। জাহিদ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। ‘ ‘সকল দুয়ার খুলা’ নাটকটি আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে জাহদি হাসান অভিনীত ধারাবাহিক নাটক ‘আগুন খেলা ‘ চ্যানেল আইতে এবং ‘নজির বিহীন নজর আলী’ আরটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। অন্যদিকে হাসিন অভিনীত ধারাবাহিক নাটক ‘সোনালী মেঘের ভেলা’ দেশটিভিতে , ‘নারী’ মাছরাঙ্গা টেলিভিশনে এবং ‘কালার’ এসএটিভিতে প্রচার হচ্ছে।
