4 Joishtho 1431 বঙ্গাব্দ শনিবার ১৮ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / কুড়িগ্রামে ট্রেন-ট্রলি সংঘর্ষঃ নিহত ১, আহত ২

কুড়িগ্রামে ট্রেন-ট্রলি সংঘর্ষঃ নিহত ১, আহত ২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম শহরতলীর ব্যাপারীপাড়া এলাকায় মঙ্গলবার সকালে ট্রেন ও শ্যালো মেশিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ট্রলি চালক নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চিলমারীর রমনা থেকে রংপুর যাবার পথে ট্রেনটি মঙ্গলবার সকাল ১০.৩০টায় কুড়িগ্রাম শহরের ব্যাপারীপাড়ার অরক্ষিত রেল ক্রসিং-এ পৌঁছিলে এ দুর্ঘটনা ঘটে। গেটম্যান বিহীন রেলক্রসিং-এ ট্রলি ও ট্রেন মুখোমুখি সংঘর্ষ ঘটলে সদরের কাঁঠালবাড়ির জোত গোবর্ধন গ্রামের চালক ওয়াদুদ আলী (৩৫), পলাশবাড়ী পশ্চিমপাড়ার আব্দুল কাদের (৩৭) ও রাসেল (২৫) গুরুতর আহত হয়েছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নজরুল ইসলাম জানান, ট্রলি ও ট্রেনের সংঘর্ষে আহত ২ জনের অবস্থা খুবই গুরুতর। সকাল ১১টার দিকে আশংকাজনক অবস্থায় চালক ওয়াদুদ আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ময়নুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …